আলো ছায়া শিখছি, নতুন যা শিখলাম তার মধ্যে দারুন একটা ব্যাপার হল 'ট্রান্সলুসেন্ড' আলো। মানে হল, যেই জিনিস কিছুটা স্বচ্ছ আবার কিছুটা অস্বচ্ছ, সেটার মধ্য দিয়ে আলো কিভাবে কাজ করে। সেখানে আলোর দু'টো ব্যাপার ঘটে।
১. প্রতিফলন- অর্থাৎ কিছু আলো বাড়ি খেয়ে ফিরে যায়
২. প্রতিসরণ- কিছু আলো ভেতর দিয়ে চলে আসে।
যেটা আঁকলাম সেটায় এরকম একটা জায়গা হল জন্তুটার কান, আলোর কিছু অংশের প্রতিসরণ।ভেতরের রক্তাভ ব্যাপারটা বোঝা যাচ্ছে তাতে। আসলে মানুষ আঁকবার ক্ষত্রে এটা যদি মাথায় রাখা যায় যে মানুষের চামড়া আসলে 'ট্রান্সল্যুসেন্ড' তাহলে আলো ছায়া আঁকা অনেক বেশী বিশ্বাসযোগ্য লাগে।
আরো শিখছি...
pankha hoiche, sir.......wanna see more.
ReplyDelete